প্রতিদিন প্রতিবেদক : সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা রোডের বাসিন্দা, সাবেক যমুনা পেপার হাউজ দোকানের স্বত্বাধিকারী এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক ঠিকাদার সাইফুল ইসলাম তালুকদার মারা গেলেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৯ বছর।
গত রোববার ১৪ মে সাইফুল ইসলাম তালুকদার রাত সাড়ে ৮ টার দিকে তিনি হঠাৎ অসুস্থতা বোধ করলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষনের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পরেন।
মরহুমের নামাজে জানাযা গত সোমবার, ১৫ মে বাদ যোহর পিডিবি মসজিদ/স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এবং কান্দাপাড়া কবরস্থানে দাফন করা হয়। জানাযা নামাজে মরহুমের সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এলাকাবাসী সহ সকল ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন।
মরহুম সাইফুল ইসলাম তদানিন্তন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের একজন সক্রিয় সংগঠক ছিলেন। তার পিতা প্রয়াত ডা. মোকসেদ তালুকদার এশিয়ার বৃহত্তম জুট মিল আদমজী জুট মিলে প্রদান চিকিৎসা কর্মকর্তা ছিলেন।
দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন ও বাহিরগোলাবাসী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। এবং পরম করুণাময় আল্লাহ তায়ালা সাইফুল ভাইয়ের জীবন চলার পথে সকল ভুল ত্রুটি ক্ষমা করে বেহেশতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করুণ। আমিন।