সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা ঘোষপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম অসুস্থ অবস্থায় গত ৬ মে শনিবার বিকেল ৩টার দিকে ঢাকায় মারা গেছেন। মৃতুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬৫ বছর।
প্রয়াত সাইফুল ইসলাম সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ারকোল ইউনিয়নের পরিষদের নির্বাচিত সাবেক চেয়ারম্যান এবং শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যকরী কমিটির সদস্য। তিনি একজন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ও সংগঠক এবং বাহিরগোলা নব জাগরণী সংঘের অন্যতম কর্মকর্তা ছিলেন।
মৃত্যুকালে তিনি তার স্ত্রী ও ১ পুত্র, ১ কন্যা রেখে গেছেন। তার একমাত্র পুত্র ঘোড়াশাল পাওয়ার স্টেশনের নির্বাহী প্রকৌশলী, একমাত্র মেয়ে দন্ত চিকিৎসক। স্ত্রী সিরাজগঞ্জের সবুজ কানন স্কুল অ্যান্ড স্কুলের শিক্ষিকা।
গত শনিবার ৬ মে রাত ১০টার দিকে পিডিবি মসজিদে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে রহমতগঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে জাতীয় সংসদেন ৬৩, সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার এর সভাপতি ইসমাইল হোসেন তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েজেন।