এনডিপি প্রতিনিধি: সিরাজগঞ্জে রায়গঞ্জে এনডিপির আয়োজনে এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) এর সহযোগিতায় মৌসুমী বন্যায় আগাম সাড়াদান ২০২৩ প্রকল্পের কার্যক্রম পরিচালনা ও অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।
গত ১০ জুলাই সোমবার রায়গঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল।
সভায় অংশ গ্রহণ করেন রায়গঞ্জ উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য ও প্রজেক্টের ফিল্ড ফ্যাসিলিটেটর এবং বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ।
সভাপরিচালনা করেন এনডিপির প্রতিবন্ধিতাও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্রনাগ। সভায় বিস্তারিত আলোচনা করেন উক্ত প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. বুলবুল হোসাইন। আলোচনায় অতিথি বৃন্দ এনডিপির সকল কার্যক্রমের প্রশংসা করেন এবং উপজেলা প্রশাসনও স্থানীয় প্রশাসন উক্ত কার্যক্রমকে স্বাগত জানান এবং তাদের পক্ষ হতে সার্বিক সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।