আতাউর সভাপতি, মালেক সম্পাদক নির্বাচিত
রোববার, ২৬ নভেম্বর, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যান সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জে রাকাব জোনাল কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জোনের সভাপতি আতাউর রহমান।
গভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ বি সিদ্দিকী, অবসরপ্রাপ্ত রাকাব ডিজিএম দ্বীন মোহাম্মদ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অবসরপ্রপ্ত কর্মকর্তা আলতাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চৌধুরী জগলু, আব্দুল মালেক প্রমুখ। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জোনাল ব্যবস্থাপক আব্দুল আলীম ও শাখা ব্যবস্থাপক শাহাদাত হোসেন।
সভায় সর্বসম্মতিক্রমে আতাউর রহমানকে সভাপতি ও আব্দুল মালেককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে শক্তিশালী অব্সরপ্রাপ্ত রাকাব কর্মকর্তা-কর্মচারী কল্যান কমিটি সিরাজগঞ্জ শাখা নির্বাচিত হয়।