সিরাজগঞ্জ

গ্রাহকের জমাকৃত অর্থ ফেরত দিল সানলাইফ ইন্সুরেন্স কোম্পানী

স্টাফ রিপোর্টার: অবশেষে সানলাইফ ইন্সুরেন্স এ জমা করা গ্রাহকের টাকার চেক ফেরত দিতে শুরু করেছে সানলাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড। শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়ার পাচিল এলাকায় প্রয়াত ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভার শেষে কোম্পানীর জেলা কো-অর্ডিনেটর ফরিদা ইয়াসমিন ও কোম্পানীর অন্যান্য কর্মকর্তার উপস্থিতিতে গ্রাহকের জমাকৃত বীমার টাকার চেক হস্তান্তর করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদা ইয়াসমিনের ভাই কবি মোহন রায়হান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আলাউদ্দিন, সিরাজগঞ্জ জেলা জাসদের সাধারণ সম্পাদক আবু বকর ভূইয়া, সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আক্তারুজ্জামান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহম্মেদ, খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ মুকুল। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন সানলাইফ ইন্সূরেন্স কোম্পানীর কো-অর্ডিনেটর ফরিদা ইয়াছমিন ও অন্যান্য কর্মকর্তাগণ।

সম্প্রতি গ্রাহকের জমাকৃত টাকা জেলা কো-অর্ডিনেটর ফরিদা আত্মসাত করেছে অভিযোগে খোকশাবাড়ী এলাকার বেশ কিছু গ্রাহক সানলাইফ ইন্সুরেন্সের কো-অর্ডিনেটর ফরিদা ইয়াসমিনের বাড়িতে হামলা চালায়।  এবিষয়ে ফরিদা ইয়াসমিন এর পরিবারের পক্ষ থেকে তার ভাই সাবেক ছাত্রনেতা কবি মোহন রায়হান সংবাদ সম্মেলন করে অভিযোগ উন্থাপন করেন ব্যক্তিগতভাবে জেলা কো-অর্ডিনেটর নয় কোম্পানী গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না। করোনা মহামারীর কারণে দেশের নামকরা এই বীমা কোম্পানী অনেকটা মুখ থুবড়ে পড়ায় জমাকৃত টাকা ফেরত দিতে দেরি হচ্ছে।

সংবাদ সম্মেলনে কবি মোহন রায়হান অভিযোগ করেন পূর্ব শক্রতার জের ধরে তার এক আত্মীয় সানলাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর কতিপয় গ্রাহককে ভুল বুঝিয়ে ফরিদার বাসায় নিয়ে হামলা চালায়।

ওই ঘটনার কয়েক সপ্তাহের মধ্যে সোমবার ১১ জন গ্রাহককে কোম্পানীর পক্ষ থেকে জমাকৃত টাকা ফেরত দেয়া হলো।

এবিষয়ে সানলাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর সিরাজগঞ্জ এর কো অর্ডিনেটর ফরিদা ইয়াসমিন জানান, বীমা গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা-বানোয়াট । ওই সময়ে পারিবারিক পূর্ব শক্রতার জের ধরে আমার এক আত্মীয় গ্রাহক  ও গণমাধ্যম কর্মীদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে। এ নিয়ে আমার বাড়িতে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। আমার বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের করা হয়। আমি কোন প্রকার টাকা আত্মসাত না করলেও আমার বিরুদ্ধে ফেসবুক ও গণমাধ্যমে কল্পনাপ্রসূত সংবাদ প্রচার করা হয়।  ফরিদা জানান পর্যায়ক্রমে গ্রাহকদের অবশিষ্ট চেকও কোম্পানী গ্রাহকদের হস্তান্তর করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button