ছাদখোলা বাসে রাজপথে ভ্রমন, জনতার শুভেচ্ছা
প্রতদিনি ডস্কে : নেপালের কাঠমন্ডু থেকে সাফ চ্যাম্পিয়ন হয়ে বাংলার মেয়েরা দেশে ফিলল বুধবার দুপুরে। দুপুর পৌনে দুটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাদের বর্ণাঢ্য আয়োজনে ফুল দিয়ে বরণ করে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফে কর্মকর্তারা। এ সময় সাফজয়ী নারী ফুটবল দলকে কেক কেটে খাওয়ান ক্রীড়া প্রতিমন্ত্রী।
বিমানবন্দর থেকে বের হওয়ার পর সংবাদমাধ্যমে কথা বলেন দর্লে অধিনায়ক সাবিনা খাতুন, কোচ গোলাম রব্বানী ছোটন ও সানজিদা আক্তার। তারপর ছাদখোলা বাসে সাফ জয়ী নারী ফুটবল দলকে নিয়ে দুপুর সাড়ে তিনটায় বের হয় শোভাযাত্রা। এসময় তাদের ঘিরে রাখেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রাস্তার দুপাশে চ্যাম্পীয়ন দলকে হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন রাস্তার দুপাশের জনতা। এসময় সাবিনারাও হাসিমুখে হাত নেড়ে জানান তাদের প্রতিক্রিয়া। খোলা ছাদের বাসের সামনে ট্রফি হাতে ছিলেন অধিনায়ক সাবিনা খাতুন। তার পাশে ছিল সানজিদা, মাশুরা পারভীনরা। উড়ছিল লাল সবুজের বাংলাদেশের পতাকা। উচুতে আকাশ ছুইছিল কষ্টার্জিত মর্যাদার চ্যাম্পিয়ন ট্রফি।
চ্যাম্পিয়নদের বাসটি বিমানবন্দর থেকে কাকলী-বনানী পার হয়ে জাহাঙ্গীর গেট দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যায়। তারপর বিজয় সরণি, তেজগাঁও হয়ে পুনরায় ফ্লাইওভার দিয়ে মৌচাক হয়ে কাকরাইল। কাকরাইল থেকে ফকিরাপুল-আরামবাগ। তারপর মতিঝিল শাপলা চত্বর ঘুরে পৌঁছে বাফুফে ভবনে।
সেখানে চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা জানায় বাফুফে সভাপতি এক সময়ের আধুনিক ফুটবলে দেশ ও বিদেশে মাটি মাঠ কাপানো ফুটবলার কাফুফে ও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন