সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি সভা বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এসএস রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত। এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফিকুল ইসলাম সফি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য প্রাণ গোবিন্দ চৌধুরী, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অশোক ব্যানার্জী, আইনজীবী শামিমা ইয়ামমিন রিমা, কাওয়াখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়া উদ্দিন জিয়া মুন্সি, রতন চক্রবর্তিসহ ইমাম, জনপ্রতিনিধি, ছাত্র,সুধিসমাজের নেতৃবৃন্দ প্রমূখ।
এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, কালিয়াহরিপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, খোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান রাশেদুল হাসান রশিদ মোল্লা, শিয়ালকোল ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, সদর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় দত্ত অলোক, পৌর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি উৎপল সাহা ও সাধারন সম্পাদক সৌরভ ঘোষ পিনু প্রমুখ ।
বক্তারা এ সময় বলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযুদ্ধের ডাক দেন। তার প্রধান লক্ষ্য ছিল অসাম্রদায়িক বাংলাদেশ গড়া। স্বাধীন বাংলাদেশে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। মহান মুক্তিযুদ্ধে হিন্দ,ু মুসলমান, বৌদ্ধ খ্রীস্টান সকলের অংশগ্রহন করে এই দেশ স্বাধীন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে সামাজিক সম্প্রীতি বজায় রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুশান্তিপূর্নভাবে সমাপ্ত করতে যার যার অবস্থান থেকে ভুমিকা রাখার আহবান জানানো হয়।