রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জের রায়গঞ্জের ঘুড়কা ইউনিয়নে সামাজিক সম্প্রীতি কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ঘুড়কা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমানের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল। ইউপি সদস্য জুয়েল রানার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সলঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম (শহিদ), ঘুড়কা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান, সলঙ্গা থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ভবেশ চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক গজেন্দ্রনাথ মন্ডল প্রমুখ।
আালোচনা সভা শেষে ঘুড়কা ইউনিয়নের ১৫ টি পূজা উদযাপন কমিটির হাতে নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান ও অতিথিবৃন্দ।