সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে সিরাজগঞ্জে সামাজিক -সম্প্রীতি এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম(বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার। সম্প্রীতি সভায় স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ মনির হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত বলেন, সামাজিক সম্প্রীতি রক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। কোনভাবেই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। যার যার ধর্ম তার মতো করে স্বাধীন ভাবে পালন করবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবেনা। সকল ধর্মের মানুষ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে। ধর্মীয় বিষয়ে কোন ব্যাখ্যা প্রয়োজন হলে আলেমদের কাছ থেকে জেনে নিতে হবে। আমরা একে অপরের প্রতি সহনশীল হলে সমাজিক উন্নয়ন সহজ হবে। কোন ভাবে গুজবের কারনে যেন সামাজিক সম্প্রতি বিনষ্ট না হয়, তা খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় থাকেন  তখন  দেশের  মানুষ নিরাপদে থাকেন ভালো থাকেন। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশে। জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্ন পূরণে এই সরকার  নিরলসভাবে কাজ  করে যাচ্ছেন। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ যেখানে  সকল ধর্মের মানুষ  সুন্দর সুশৃঙ্খল সামজিক সম্প্রতি বজায় রেখে বসবাস করছে। কিন্তু স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত দেশে অস্থিশীল করা অপচেষ্টা করে এবং নানাভাবে গুজব ছাড়াছে।তাই সকল ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট বিমল কুমার দাস,  জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার সফিকুল ইসলাম সফি, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন,বাংলাদেশ তৃণমূল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন কেন্দ্রীয় কমিটি সভাপতি শিপন চন্দ্র সিং,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি অংকুর জিৎ সাহা নব, মুক্তিযোদ্ধা কমান্ড সিরাজগঞ্জ ইউনিটের সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদ বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলী সরকার,  সাবেক কমান্ডার, বীরমুক্তিযোদ্ধা মো. সফিকুল ইসলাম সফি, সিরাজগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি হেলাল আহাম্মেদ, জেলা ইমাম সমিতির সভাপতি মওলানা আবু বক্কর সিদ্দিকী,  জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুকুমার  চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু ও সাধারণ সম্পাদক সনজয় সাহা, জেলা ব্রাহ্মন কল্যাণ সমিতির সভাপতি অশোক ব্যানার্জী প্রমুখ।

সভা সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা প্রশাসন কার্যালয়ের প্রশাসনিক  কর্মকর্তা নূরন্নবী খান জুয়েল।

এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা ইউএনও আনিসুর রহমান, কামারখন্দ উপজেলা ইউএনও মোছা, মেরিনা সুলতানা,উল্লাপাড়া উপজেলার ইউএনও  মো. উজ্জল হোসেন,রায়গঞ্জ উপজেলার  ইউএনও তৃপ্তি কণা মন্ডল,চৌহালী উপজেলার ইউএনও মোছা. আফসানা ইয়াসমিন,এনডিপি’র নির্বাহী  পরিচালক  মো.আলাউদ্দিন খান, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন সহ বিভিন্ন  দপ্তরের  কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button