আলোকিত মানুষ চাই এর প্রতিষ্ঠান বিশ্ব সাহিত্য কেন্দ্র ৪৬ বছরে পদার্পন করল। এ উপলক্ষে গত শুক্রবার, ৯ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশে পালিত হলো বিশ্ব সাহিত্য কেন্দ্রের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান।
সিরাজগঞ্জের কেন্দ্রের ভ্রাম্যমান ইউনিট শহরের বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজন করে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ, কবিতা আবৃত্তি ও পাঠাগারের প্রয়োজনীয়তা শীর্ষক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
পরে বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার এর সভাপতি ইসমাইল হোসেন এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিয়া সরকারি কলেজ এর দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন। অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন ভ্রাম্যমান ইউনিট এর কর্মকর্তা আল মামুন। এসময় অর্ধশতাধিক পাঠক সদস্য উপস্থিত ও বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।