সদরসাহিত্যসিরাজগঞ্জ

সিরাজগঞ্জের ৩ ভাইয়ের বাংলা  একাডেমি সাহিত্য পদক অর্জন

এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ পেলেন সিরাজগঞ্জের কৃতীজন রাজশাহী বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ড. জুলফিকার  মতিন। তিনি প্রবন্ধ/গবেষণা  ক্ষেত্রে অবদানে এ পুরস্কার পেলেন। এর আগে তিনি বাংলা একাডেমির শাহাদাত আলী আখন্দ সাহিত্য সাহিত্য পুরস্কার পেয়েছিলেন। গত বছর তার ছোট ভাই প্রাক্তন রাষ্ট্রদূত কথাসাহিত্যিক, বীর মুক্তিযোদ্ধা ইকতিয়ার চৌধুরী  আত্মজীবনী/স্মৃতিকথা ও ভ্রমনকাহিনী ক্ষেত্রে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার ২০২২ অর্জন করেন। তার আগে ২০২০ সালে তাদের কনিষ্ঠ ভাই  সাংবাদিক ও কথাসাহিত্যিক ইমতিয়ার শামীম কথাসাহিত্যে বাংলা একাডেমির সাহিত্য পদক পেয়েছেন।

এই তিন গুণি জন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার   গ্রামে জন্ম গ্রহন করেন। তাদের পিতা কবি, সাংবাদিক ওসমান চৌধুরী সলপের নিভৃত পল্লী থেকে একদশক নিজ হাতে লিখে নওজোয়ান নামের এক মাসিক পত্রিকা পরিচালনা করতেন।

এক পরিবারে তিন ভাই বাংলা একাডেমি সাহিত্য পদক পাওয়ার যোগ্যতা অর্জন একটি বিরল ঘটনা যা তারা তিনভাই অর্জন করেছেন এবং সিরাজগঞ্জকে করেছেন গৌরবান্বিত ।

বাংলা সাহিত্য এক পরিবারে তিন ভায়ের বাংলা একাডেমির সাহিত্য পদক প্রাপ্তি এক অভাবনীয় ঘটনা। আমরা দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার পক্ষ থেকে সিরাজগঞ্জের এই গুণিজনদের হ্রদয়ের প্রাণঢালা অভিনন্দন জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button