তাড়াশসিরাজগঞ্জ

তাড়াশে সিআইডি পরিচয়ে চাঁদাবাজি যুবক আটক

তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে সিআইডি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় স্থানীয় জনতা এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত যুবক গুরুদাসপুর উপজেলার মো. সাইদুর রহমানের ছেলে মো.মনিরুল ইসলাম (৩২)।

তাড়াশ থানার এএসআই মো. সেরাজুল ইসলাম জানান, সোমবার দুপুরে তাড়াশ পৌর বাজারের এক মুদি দোকানদারের সাথে সিআইডি পুলিশ পরিচয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে মো. মনিরুল ইসলাম। বাকবিতন্ডার এক পর্যায়ে সে নিজেকে সিআইডি পুলিশ পরিচয় দেন। তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করে পুলিশে খবর দেন। পরবর্তিতে পুশি এসে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

তাড়াশ পৌর বাজার কমিটির সেক্রেটারী ও উপজেলা ভাইসচেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান জানান, আটককৃত মনিরুল ইসলাম পুলিশের সিআইডি পরিচয় দিয়ে জেলার বিভিন্ন যায়গায় চাঁদাবাজি করতে গিয়ে গনপিটুনির শিকার হয়ে বেশ কয়েকবার গ্রেফতার হয়ে জেলে গিয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে বলেও জানান তারা।

এব্যাপারে তাড়াশ থানা ওসি মো. শহিদুল ইসলাম জানান, মো. মনিরুল ইসলাম নামে এক ভুয়া সিআইডি পুলিশকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button