বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়িত সিইএমবি প্রকল্পের ১ দিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ১২ সেপ্টেম্বর, (সোমবার) পাবনা জেলার ব্র্যাক লার্নিং সেন্টারে ইয়থ গ্রুপ ও সিএসও লিডারদের দিন ব্যাপী বাল্যবিবাহ নিরোধ আইন জেন্ডার সমতা ও শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক ওরিয়েন্টেশন প্রদান করা হয়। এনডিপি’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান এর উপস্থিতিতে ওরিয়েন্টেশন সেশন পরিচালনা করেন সিইএমবি প্রকল্পের বিভাগীয় ব্যবস্থাপক সাবিবর আহমেদ। সেশন পরবর্তীতে সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সংস্থার নির্বাহী পরিচালক মহোদয়।
এসময় পাবনা জেলার উন্নয়ন সংস্থা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি) এর নির্বাহী পরিচালক মো. শফিকুল আলম ও বিশিষ্ট সিএসও লিডার আ: মতিন খানসহ ইয়থ গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।