স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকসা অটোটেম্পু, হিউম্যান হলার মালিক গ্রুপ মৃত সিএনজি মালিকের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করে। জেলা সিএনজি মালিক গ্রুপের পক্ষ থেকে রতনকান্দি ইউনিয়নের একডালা (উত্তর) গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে সিএনজি মালিক সদ্য মৃত আব্দুল হাই এর পরিবারকে এই আর্থিক সহযোগিতা প্রদান করে।
রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে আব্দুল হাইয়ের স্ত্রী মোছা. রেশমা খাতুনের হাতে ২০ হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকসা অটোটেম্পু, হিউম্যান হলার মালিক গ্রুপের প্রশাসক লুৎফুন নাহার, মালিক গ্রুপের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সহায়ক কমিটির আহবায়ক হাসানুল হক মোল্লা ফাহিম, কোষাধ্যক্ষ আতিকুর জামান হাতেম প্রমুখ। গত জুলাই মাসে তিনি ষ্টোকে আক্রান্ত হয়ে মৃত্যু আব্দুল হাই মারা যান।
জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ ও প্রশাসক লুৎফুন নাহার এসময় মালিকদের স্বার্থে কাজ করার জন্য নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। সহায়ক কমিটির আহবায়ক হাসানুল হক মোল্লা ফাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত সিএনজি মালিকদের চিকিৎসা বাবদ যথাসাধ্য সহযোগিতাসহ বিভিন্নভাবে তাদের সহযোগিতা করা হয়ে থাকে। এসময় নেতৃবৃন্দ আরও বলেন, সিরাজগঞ্জ জেলা সিএনজি মালিক গ্রুপ’র নেতৃবৃন্দ মালিকদের স্বার্থ রক্ষায় সুখে দুখে পাশে থেকে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও তাদের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।