সিরাজগঞ্জ

প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় সিএনজি চালকদের জরিমানা

রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় সিএনজি চালকদের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত রোববার ও সোমবার শহরের মিরপুর কাটা ওয়াবদা ও কাঠেরপুল এলাকাসহ পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় জরিমানা আদায় ও সতর্ক করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পরাগ সাহা ও শিমুল আক্তার।

এ সময় ১৮টি মামলা করা হয় এবং নগদ ৬ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পরাগ সাহা জানান, রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় সিএনজি চালকদের সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে জরিমানা আদায় করা হয় এবং সতর্ক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button