জার্মান কো-অপারেশন ও কেএফডব্লিউ এর আর্থিক সহায়তায় ব্র্যাক ক্লাইমেট ব্রিজ ফান্ড (সিবিএফ) এর অর্থায়নে পরিচালিত “Enhance Resilience Capacity of the Climate-induced People (ERCCP)” প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ পৌরসভার একডালা স্লামে ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।
জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়নাধীন এই প্রকল্পটি ২০২৩ সাল থেকে পৌরসভার সঙ্গে সমন্বয়ে ৩টি ওয়ার্ডের ১২টি স্লামে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে – কমিউনিটি ল্যাট্রিন নির্মাণ, নিরাপদ পানির জন্য হ্যান্ড শ্যালো ও ডিপ টিউবওয়েল স্থাপন, এবং জলবায়ু-প্রভাবিত জনগণের জন্য ঘর মেরামত ও নির্মাণ।
উল্লেখযোগ্যভাবে, প্রকল্পের আওতায় ১,৯৯১টি দরিদ্র পরিবারকে পর্যায়ক্রমে ৫,৮০০ টাকা ও ৬,১০০ টাকা করে গ্র্যান্ট সহায়তা প্রদান করা হয়েছে বিকাশ ওয়ালেটের মাধ্যমে। এই সহায়তার মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত উপকারভোগীরা নিজের পছন্দ অনুযায়ী আইজিএ কার্যক্রম বাস্তবায়ন করতে পারছেন। একইসাথে, তারা পাচ্ছেন নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন এবং বসবাসের উপযোগী ঘর।
চলতি বছরে প্রকল্পটির আওতায় প্রায় ৪৪টি কম্পোনেন্ট বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো: কমিউনিটি ল্যাট্রিন, হ্যান্ড শ্যালো ও ডিপ টিউবওয়েল স্থাপন এবং ঘর মেরামত/নির্মাণ। এরই ধারাবাহিকতায় ১৭ মে (শনিবার) তারিখে ঘরের খুঁটি স্থাপন ও নির্মাণ কাজের মাধ্যমে দ্বিতীয় বর্ষের কার্যক্রমের শুভ সূচনা করেন এনডিপি’র উপ-পরিচালক (মনিটরিং ও ইভালুয়েশন) কাজী মাসুদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. আবদুস ছালাম সরকার, ওয়াশ ইঞ্জিনিয়ার মো. সোহানুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী জনগণ।
উপস্থিত উপকারভোগীরা এবং এলাকাবাসী এমন জনকল্যাণমূলক কার্যক্রমের জন্য এনডিপি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের ভূয়সী প্রশংসা করেন।