ক্লাইমেট ব্রিজ ফান্ড (সিবিএফ) এর অর্থায়নে ব্র্যাক ও কেএফডবিøউ এর সহযোগিতায় এনডিপি কর্তৃক বাস্তবায়িত ইনহেন্স রেজিলিয়েন্স টুওয়াডর্স কোভিড এন্ড কন্সিকুয়েন্স (ইআরসিসি) প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন উন্নয়ন সংস্থা সিবিএফ এর একটি প্রতিনিধি দল।
২২ জানুয়ারি প্রতিনিধি দলটি সিরাজগঞ্জ পৌরসভার ১২ নং এর ওয়ার্ডের আওতাধীন আমলাপাড়া গ্রামে নির্মিত পরিবেশ বান্ধব সোলার ওয়াটার পাম্প পরিদর্শন করেন। একইসাথে ইআরসিসি প্রকল্পর উপকারভোগিদের বাস্তবায়িত বিভিন্ন ধরনের আয় বৃদ্ধিমূলক কর্মকান্ডসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। এসব কাজের অগ্রগতি ও গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন। একইসাথে ভবিষ্যতে কাজের এই ধারা অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিবিএফ এর এমএন্ডই স্পেশালিষ্ট অনুভৌমিক, ডিপুটি ম্যানেজার জামিল আক্তার ও ডিপুটি ম্যানেজার মাসুদ পারভেজ। পরিদর্শনে উপস্থিত ছিলেন এনডিপি’র ব্যবস্থাপক (রির্সাচ এন্ড ডকুমেন্টেশন বিভাগ) মো. আতিকুর রহমান, সহকারী ব্যবস্থাপক (এমএন্ডই) মো. শাফি-উল-কাফি সুমন ও ইআরসিসি প্রকল্প সমন্বয়কারী খাদিজা আকতার রঙ্গনসহ ইআরসিসি প্রকল্পর কর্মকর্তাবৃন্দ। উল্লেখ ইআরসিসি প্রকল্পটি সিরাজগঞ্জ শহরের ৬ টি ওয়ার্ডে ৪২০৫ জন উপকারভোগীকে আয়বৃদ্ধি মুলক কর্মকান্ডে অর্থনৈতিক সহায়তা, ওয়াশ ও বিভিন্ন স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছে। বৈশি^ক মহামারি কোভিড ১৯ এর কারণে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে নিয়ে প্রকল্পটি জলবায়ু পরিবর্তনজণিত ঝুকি মোকাবেলায় কমিউনিটির জনগোষ্ঠির সক্ষমতা বৃদ্ধি করা নিয়ে নিয়মিতভাবে কার্যক্রম বাস্তবায়ন করছে।