সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই প্রতিপাদ্যকে সমনে নিয়ে সিরাজগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২২ পালিত হয়। ৯ ডিসেম্বর শুক্রবার দিবসটি উপলক্ষে মানববন্ধন, আলোচনা সভা ও  পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন, সিরাজগঞ্জ, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সিরাজগঞ্জ এর আয়োজনে স্থানীয় জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন বেলুন উড়ানো এবং  জাতীয় সংগীত পরিবেশন এর মধ্যেদিয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি হেলাল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ সামিউল আলম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গাজী ইসাহাক আলী, সহকারী পরিচালক দুদক পাবনা আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিরাজগঞ্জ গণপতি রায়, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে পাবনা উপ-পরিচালক মো. খায়রুল  হক, জেলা শিক্ষা অফিসার সিরাজগঞ্জ কাজি সলিম উল্লাহ, সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন,  এনডিপির পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ, জেলা তথ্য অফিসার মো. বোরহান উদ্দীন।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাওলানা মো. শহিদুল ইসলাম, মো. হোসেন আলী (ছোট্ট), নূরে আলম হীরা, প্রদীপ সাহা, মাকসুদা খাতুন,  মো. সোহেল রানাসহ বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যলয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)সহ বিভিন্ন এনজিও এর কমকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মো. আইয়ুব আলী।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি সকল ছাত্র-ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রী ও বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিও সদস্য সদস্যাদের অংশগ্রহণে  মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button