সিরাজগঞ্জ সদর ও বিভিন্ন উপজেলার মাদ্রাসা ও কলেজের রোভার স্কাউটস ও গার্লইন রোভার দলের সদস্যদের নিয়ে ১৩ থেকে ১৬ জুন ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়।
১৩ জুন রোববার বিকেল ৫টায় সিরাজগঞ্জ সরকারি কলেজের সবুজ চত্বরে জাতীয় পতাকা ও ইউনিট পতাকা উওোলনের মধ্যদিয়ে চারদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভার এর কমিশনার প্রফেসর মো. আমিনুল ইসলাম ( এলটি)।
পরে শেখ কামাল অডিটোরিয়ামে প্রশিক্ষণ কোর্সের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা রোভার এর কমিশনার প্রফেসর মো. আমিনুল ইসলাম ( এলটি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভার এর সভাপতি ড. ফারুক আহাম্মদ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ সভাপতি প্রফেসর টি এম সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের কার্যনির্বাহী কমিটির সম্পাদক মো. সামছুল হক, সলংগা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস, বগুড়া জেলা রোভার এর যুগ্ম- সম্পাদক মো. আরিফুর রেজা, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের কোষাধ্যক্ষ মু. আবীদ রোকনী ও সিরাজগঞ্জ জেলা রোভারের যুগ্ম-সম্পাদক এসএম শফি মাহমুদ, সিরাজগঞ্জ জেলা রোভারের সহকারী কমিশনার মো. হাবিবুল্লাহ সিদ্দিকী, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের সহকারী কমিশনার মো. আব্দুল মতিন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন হিলফুল ফুযুল মুক্ত রোভার দলের আরএসএল ও সিরাজগঞ্জ সদর উপজেলা অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক ও ইউনিট লিডার মো. হোসেন আলী (ছোট্ট)
উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলা রোভার এর আয়োজনে ৪ দিনব্যাপী ১৮ ও ১৯ তম কোর্স ফর রোভার মেট প্রশিক্ষণে ৯৭ জন অংশগ্রহণ করেন।
রেজিষ্ট্রেশন এর দায়িত্ব পালন করেন হিলফুল ফুযুল মুক্ত রোভার দলের আরএসএল ও অন্বেষণ মুক্ত স্কাউট দলের ইউনিট লিডার মো. হাসিব উদ্দীন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা রোভারের সহকারী কমিশনার ও সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুফ সম্পাদক মো. আবুল কাসেম আজাদ।