সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন নাট্য নিকেতন এর ১৮ বছর পূর্তি উৎসব পালিত হয়। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশনের মধ্যদিয়ে ১৮ বছর পূর্তি দিবস উদযাপন করা হয়
১৪ মে সন্ধ্যা ৭.৩০ মিনিটে সিরাজগঞ্জ শহরের শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে পূর্তি উৎসবের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্য নিকেতনে প্রতিষ্ঠাতা সভাপতি দিলীপ গৌর। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইবনে আল রামিজ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন নাট্য নিকেতনের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী ছোট্ট।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য,বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ও নাট্য লোকের সভাপতি মমিন বাবু, কথক থিয়েটারের সভাপতি ও সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সভাপতি হাফিজুর রহমান সামাদ, জাতীয় পরিষদের সদস্য ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা অ্যাড. মাহবুব এ খোদা টুটুল,সিরাজগঞ্জ পথ নাটক পরিষদ আহবায়ক ও মৃত্তিকা নাট্যশালার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চৌধুরী জগলু, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও নাট্য নিকেতনের উপদেষ্টা হীরক গুন, নাবিক নাট্য গোষ্ঠীর সাবেক সহসভাপতি মো. জামিল হোসেন, নাট্য ফেডারেশনের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সোহাগ, নাবিক নাট্য গোষ্ঠী সাবেক সাংগঠনিক সম্পাদক ছাম্মি আহমেদ আজমীর প্রমুখ।
পূর্তি উৎসবের আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ওয়েব ব্যান্ড। নৃত্য পরিবেশন করেন তৌহিদের নৃত্য দল, মঞ্চ ও মিলনায়তন সাজসজ্জা করবে বিপুল, স্মরণ,সম্পদ এবং সুজিত।