সিরাজগঞ্জে শিশু পাচার ও শিশুা প্রতি সহিংসতা প্রতিরোধ, সেনিটেশন, ব্যাক্তিগত স্বাস্থ্য পরিচ্ছন্নতা বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের হলদে পাখিদের নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের গাইডিং সম্প্রসারণের লক্ষ্যে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ২৩ জুন দুপুর ১২ টায় শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা র আয়োজনে ওয়ার্কশপে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা কমিশনার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী ওয়ার্কশপের উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শারমীন সুলতানা।
অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি স্কাউটিংয়ে গার্ল গাইডস একটি আদর্শ জীবন পদ্ধতি। শিশু-কিশোর ও যুবদের আত্মমর্যাদাবান আত্মনির্ভরশীল সৎ চরিত্রবান উচ্চ মনোবল সম্পন্ন অপরের প্রতি শ্রদ্ধাশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলে। আত্ম পরিচয় প্রতিষ্ঠার সংগ্রামে ১৯৭১ এ বাঙালি বিজয় লাভ করেছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে আর প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে আজ চলছে অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক অগ্রগতি। আজকে বিশ্ব দরবারে আগামী বাংলাদেশ হতে যাচ্ছে এক সমৃদ্ধ ও শান্তিময় দেশের প্রতিক। তিনি আরও বলেন,দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছে আপনারা বিদ্যালয়ে গিয়ে স্কাউট দল পরিচালনা করবেন। এসময় তিনি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক ভাবে অন্তত দুটি দল চালু করার প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা স্মরণ করিয়ে দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা মেডিকেল অফিসার ডা. সুমাইয়া রহমান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপার ভাইজার সাফা সাদরিয়া, মিরপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও জেলা গার্ল গাইডস এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার মোছা. শামীমা সুলতানা, সালেহা ইসহাক সরকারী বালিকা উচ্চ বিদ্যালের সিনিয়র শিক্ষক ও গার্ল গাইড এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস লিনা, চিলগাছা সাহার বানু বালিকা উচ্চ বিদ্যালয় ও গার্ল গাইডস এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখা উপজেলা সচিব মোছা. ইসমাত আরা খাতুন।
ওয়ার্কশপ পরিচালনা করেন বাংলাদেশ গার্ল গাইডস, এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম আরা লাজ। দিনব্যাপী ওয়ার্কশপে সিরাজগঞ্জ সদর উপজেলা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রির্সোস পারর্সোন হিসাবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রোমানা ইয়াসমিন।
মন্তব্য করুন