সিরাজগঞ্জ সদরে পৌরসভার ক্লাস্টার পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকা বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুন) সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার আফরোজ জাহান। পৌরসভার ক্লাটার পর্যায়ে মোট ৪টি দল খেলায় অংশগ্রহণ করে।
উদ্বোধনী খেলায় চরমিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এতে চর মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে গৌরি আরমান সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
টুর্নামেন্টের অপর খেলায় মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
খেলা পরিচালনা করেন চর মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলজার হোসেন।
সার্বিক পরিচালনা করেন, মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতারী খানম।