সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শনিবার বিকেল ৪টায় সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
উৎসব মুখর পরিবেশে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।
তিনি তার বক্তব্যে বলেন, সুন্দর জাতি গঠনে সুস্থ মানুষের প্রয়োজন। খেলাধুলার মাধ্যমেই সুস্থ মানুষ গড়ে তোলার লক্ষ্যে সরকার সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। এই টুর্নামেন্ট ভাল খেলোয়াড় সৃষ্টির জন্য সহায়ক হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বী। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজোলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়উর রহমান। উদ্বোধনী খেলায় কাওয়াকোলার ইউনিয়ন পরিষদ একাদশ ২-০ গোলে মেছড়া ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। অনূর্ধ্ব ১৭ বয়সের বালকদের দৃষ্টিনন্দন খেলা দর্শকদের বিমুগ্ধ করে।