ভূমি ব্যবস্থাপনায় আধুনিক ও টেকসই প্রযুক্তির সর্বোওম ব্যবহারের মাধ্যমে জনবান্ধন ভূমিসেবা নিশ্চিতকরণের লক্ষে ভূমি সপ্তাহ ২০২২ এর শুভ উদ্বোধন আলোচনা সভা ও বন্যাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
রোববার সকাল ১০ টায় সিরাজগঞ্জ সদর ভূমি অফিস চত্বরে তথ্যকেন্দ্র কাম – সেবা বুথ ভূমি সপ্তাহ শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সিরাজগঞ্জ মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজগঞ্জ মো. মোবারক হোসেন, প্রম‚খ এর পরে সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ে শহিদ সামছুদ্দিন সম্মেলন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সিরাজগঞ্জ মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজগঞ্জ মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শারমীন সুলতানা, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজশাহী বিভাগ মো. হাছান আলী, বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম সফি, প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।