শিক্ষা

সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষিকা আরজিনা খাতুন

সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা মনোনীত হয়েছেন কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি সরকারী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা (সামাজিক বিজ্ঞান) মোছা. আরজিনা খাতুন । তিনি কামারখন্দ উপজেলার চরটেংরাইল গ্রামের মৃত আব্দুল আজিজ মন্ডলের মেয়ে ।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে সারা দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানের সফলতার জন্য শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের কৃতিত্ব তুলে ধরতে এই প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। প্রথমে প্রতিষ্ঠান, তারপর উপজেলা ও পরিশেষে জেলা পর্যায়ে এই প্রতিযোগিতা বিবেচনা করা হয়।

প্রথমে কামারখন্দ উপজেলার ৩৩টি বিদ্যালয়ের মধ্যে প্রথম হয়ে জেলার ৯টি উপজেলায় প্রতিযোগিতা করার জন্য মনোনিত হন । তারপর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের সমন্বয়ে গঠিত বাছাই কমিটি শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধ, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাকে এ সম্মান প্রদান করা হয়।

আরজিনা খাতুন জানান, সংবাদটি নিশ্চিত হওয়ার পর থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ অভিভাবকগণ অনেক খঁশি । আমি ১৯বছরের অধিক সময় একই প্রতিষ্ঠানে সহকারী শিক্ষিকা হিসাবে দায়িত্ব পালন করে আসছি। এবার ২য় বারের মত শ্রেষ্ট শিক্ষিকা হয়েছি । এর আগে ২০১৭ সালে শ্রেষ্ট শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছিলাম । তিনি আরও জানান, শ্রেষ্ট শ্রেণী শিক্ষিকা হতে পেরে আমি খুবই আনন্দিত । কৃতজ্ঞতা প্রকাশ করছি এটুআই ও শিক্ষক বাতায়নকে, কারণ এই শিক্ষক বাতায়নের মাধ্যমেই আমি মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান করাতে পেরেছি । আমি সর্বদাই শিক্ষাঙ্গনের সর্বক্ষেত্রে শ্রেষ্টত্বের অবদান রেখে যেতে চাই ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী জানান, আরজিনা শিক্ষিকা হিসেবে অনেক দক্ষ এবং শ্রেণীতে পাঠদানে অত্যান্ত মনোযোগী । তা’ছারা সে আইসিটি বিষয়ে এবং মাল্টিমিডিয়া ক্লাসে অনেক পারদর্শী । এই সম্মানের জন্য তিনিই যোগ্য বলেই নির্বাচিত হয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button