সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজন মাসিক সমন্বয় সভা গতকাল সোমবার ( ১৬ মে ) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ে শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নুরে আলম সিদ্দিকী, সিভিল সার্জন রামপদ রায়, উল্লাপাড়া উপজেলার আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বীরমুক্তিযোদ্বা শফিকুল ইসলাম শফি, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, উপজেলার চেয়ারম্যানগন ও জেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় সিরাজগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন বিষয় পর্যালোচনা করা হয়।
মন্তব্য করুন