সিরাজগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাসুদ হোসেন এর পদোন্নতিজনিত বদলি হলেন। তার বিদায়ী সংবর্ধনা
গতকাল সোমবার ( ১৮ জুলাই) দুপুর ২ টায় সিরাজগঞ্জ পৌর হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব সৈয়দ আব্দুর রউফ মুক্তা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়রগণ, সিরাজগঞ্জ পৌরসভার ১৫ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা বলেন, সিরাজগঞ্জ পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মো. মাসুদ হোসেন খুব ভালো মানুষ ছিলেন। তিনি সৎ ও আদর্শের সাথে দায়িত্ব পালন করে মাত্র ৯ মাসের সিরাজগঞ্জ পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীদের মন জয় করেছিলেন।
মন্তব্য করুন