স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) হাসিবুল আলম বিপিএমকে বিদায় সংবর্ধনা জানাল সিরাজগঞ্জ পৌরসভা। মঙ্গলবার (১৬ আগস্ট) পৌর হলরুমে পৌরসভার পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পৌরসভা এর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা।
সংবর্ধনা সভায় প্রধান অতিথি বিদায়ী পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক ক্ষমতা প্রদান করেন পরীক্ষা করার জন্য। ক্ষমতা যদি জনগনের কল্যাণে প্রয়োগ করা হয় তাহলে জনগনের অকুন্ঠ ভালবাসা অর্জন করা সম্ভব। আমি দায়িত্ব পালনকালে জনবান্ধব পুলিশ প্রশাসন গড়ে তোলার কাজ করেছি। এ জন্য আপনাদের যে ভালবাসা পেলাম তাতে আমি অভিভূত। এসময় পুলিশ সুপার সম্মানিত কাউন্সিলরবৃন্দের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজেদের খুশি না করে যদি নাগরিকদের খুশি করেন তাহলে দেখবেন বারবার জনগন আপনাদের নির্বাচিত করছে।
সিরাজগঞ্জ পৌর সভার মেয়র তার বক্তব্যে বলেন, বিদায়ী সুপার সিরাজগঞ্জে দায়িত্ব পালনকালে সিরাজগঞ্জের জেলাবাসীর কল্যাণে যে কাজ করেছেন তার জন্য সিরাজগঞ্জের মানুষ তাকে মনে রাখবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না। সিরাজগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি হেলাল আহমেদ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড: জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুর রউফ পান্না। জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো. নুরুল হক পুলিশ সুপারের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন।
পরে পুলিশ সুপারকে পৌরসভা ও পৌরবাসীর পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সির, পৌরকর্মকর্তা, কর্মচারী ও পৌর নাগরিক প্রতিনিধিবৃন্দ।