আগামী ২২ মে সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এবারের সম্মেলনে সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিলেন সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন।
বুধবার (১৮ মে) বেলা ১২টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদর উপজেলা আওয়ামী লীগের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সম্পাদক আব্দুল বারী শেখ, নির্বাচন কমিশনার ও জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কায়সার আহমেদ লিটন ও নির্বাচন কমিশনার ও জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ চৌধুরী এর কাছে থেকে মনোনয়ন পত্র উত্তোলন করে দুপুর ১টায় মনোনয়ন পত্রটি জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম সজল, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা মো. ফজুলুর রহমান ফজলু, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, কালিয়াহরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আজম তালুকদার, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন তালুকদার, খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক রাশিদুল হাসন রশিদ মোল্লাসহ জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়াম লীগ, পৌর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।