প্রচন্ড শীতে সিরাজগঞ্জের জনজীবন স্তবির হয়ে পড়ার উপক্রম। শীতের কারণে অন্য নিম্নআয়ের পেশাজীবীদের মতো পত্রিকা পরিবেশকগনও কষ্টকর অবস্থার মধ্যে পড়েছে। এ অবস্থা উপলদ্ধি করে দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন এর নিজস্ব অর্থায়নে শহরের পত্রিকা পরিবেশকের মাঝে কম্বল বিতরণ করা হয়।
গত সোমবার (২২ জানুয়ারি) শহরের দরগা রোডস্থ দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার বাণিজ্যিক কার্যালয়ে শীতার্ত পত্রিকা পরিবেশকদের কম্বল তুলে দেন দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. আলাউদ্দিন খান। এসময় উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক পাঠাগার এর প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসেন, এনডিপি’র পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ।