সিরাজগঞ্জে নর্থ ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের এর ঈঝজ কার্যক্রমের আওতায় সিরাজগঞ্জ জেলার দরিদ্র ও অসহায় এক হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
গত শনিবার (১৫ এপ্রিল) সকালে শহিদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র নর্থ ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এর সার্বিক সহযোগিতায় ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওপাজেকো লিমিটেড পরিচালক মোহাম্মদ আবু নাসের ।
এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনডিসি রেদোয়ান আহমেদ, সহকারী কমিশনার এক্সিকিউটিভ রাশেদ হোসাইন, সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র নর্থ ওয়েষ্ট পাওয়ার জেনারেশন প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম, প্লান্ট ম্যানেজার ইউনিট-১ ব্রজেন্দ্র কুমার সরকার, প্লান্ট ম্যানেজার ইউনিট -২ মো: আসাদ হালিম, প্লান্ট ম্যানেজার ইউনিট -৩ শ্যামল কুমার দাস, ম্যানেজার প্রশাসন মোহাম্মদ মাসুদুল কবীর। এসময় প্রধান অতিথি বলেন, সিরাজগঞ্জ জেলার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে নিঃসন্দেহে সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র নর্থ- ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড সত্যিই প্রশংসার দাবিদার। প্রতিটি পরিবার এই ঈদ উপহার উপকৃত হবেন। আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই ধরনের হতদরিদ্র ও অসহায়দের সহযোগিতা করার জন্য।
উল্লেখ্য সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র নর্থ ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলার দরিদ্র অসহায় পরিবারের মাঝে ১০০০ পরিবার কে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ে ক্রমে আরও ২০০০ হাজার পরিবার কে ঈদ সামগ্রী উপহার দেওয়া হবে।