সিরাজগঞ্জ বেলকুচির তাঁতিদের মধ্যে বিনা শুল্কে তাঁত বোর্ডের সুতা ও কেমিক্যাল বিতরণ করা হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত তাঁতিরা এই সুতা ও কেমিক্যাল পেয়ে উচ্ছ্বসিত।
বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ শহরের মালশাপাড়ায় বাংলাদেশ তাঁত বোর্ডের আয়োজনে বেলকুচি পৌরসভার ৯ নং ওয়ার্ড প্রাথমিক তাঁতী সমিতির ৭৭ জন সদস্যদের মাঝে ৪ কোটি ৮৪ লাখ টাকা মুল্যের ২৬৯২৮০ কেজি সুতা ও ৪৯৫০০০ কেজি কেমিক্যাল বিতরন করেন বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো: ইউসুব আলী।
বিতরন অনুষ্ঠানে সিরাজগঞ্জের সহকারী কমিশনার পরাগ সাহার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ তাঁত বোর্ডের যুগ্ন সচিব আব্দুল্লাহ আল মামুন, মহাপরিচালক কামনাশীষ দাস, সহকারী রাজস্ব কর্মকর্তা রোজিনা খাতুন, বেলকুচি তাঁত বোর্ডের লিয়াজো অফিসার তন্নি, বাংলাদেশ তাঁতী সমিতির সভাপতি মনোয়ার হোসেন, বেলকুচি পৌরসভার ৯ নং ওয়ার্ডের সভাপতি ইমরান হোসেন প্রমুখ।
বিনা শুল্কে তাঁত বোর্ডের সুতা ও কেমিক্যাল পেয়ে উচ্ছ্বসিত তাঁতিরা। তারা বলেন সরকার তাঁতিদের দিকে এভাবে সু নজর দিলে সিরাজগঞ্জে তাঁত শিল্পে আবার যৌলস ফিরে আসবে।