সিরাজগঞ্জের ভাইরাল হওয়া খুদে শিল্পী সুমন শেখ (১৬) আর নেই। সোমবার (০১ মে) সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সুমন শেখ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের আল-আমিন শেখের ছেলে।
জানা যায়, গত সোমবার সদর সালুয়াভিটা বাজার এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সুমন। এসময় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্ত পথেই সুমন শেষ নি:শ^াস ত্যাগ করে।
উল্লেখ্য, সুমন ছোটবেলায় গাছ থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছিল। টাকার অভাবে স্থানীয় পল্লী চিকিৎসক দিয়ে তার চিকিৎসা করানো হয়। সুমন শেখ হাতে কয়েন নিয়ে টেবিল, চেয়ার ও বেঞ্চে চাপড়িয়ে সিরাজগঞ্জসহ আশপাশের এলাকায় গান গেয়ে বেড়াত। এভাবে গান গেয়েই সে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তার গান শুনে মুগ্ধ হয়ে শ্রোতারা টাকা দিতেন। তবে ভাইরাল হওয়ার পরও সুমন ও তার পরিবারের আর্থিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি।