সিরাজগঞ্জের নাট্যগোষ্ঠি থিয়েটার মঞ্চের প্রধান পরিচালক নাট্যব্যক্তিত্ব আমির হোসেন সুরুজ শারীরিকভাবে অসুস্থ হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
গত বুধবার (৫ এপ্রিল) দুপুরের ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে অসুস্থ নাট্যব্যক্তিত্ব আমির হোসেন সুরুজকে দেখতে যান সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের নব নির্বাচিত সভাপতি জান্নাত আরা তালুকদার হেনরী। এবিষয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নব নির্বাচিত সভাপতি ড. জান্নাত আরা তালুকদার হেনরী বলেন,নাট্যব্যক্তিত্ব আমির হোসেন সুরুজ ভাই সিরাজগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের একজন আলোকিত মানুষ। আলোকিত এই মানুষটি সব সময় জেলার নাট্যাঙ্গনে ও সিরাজগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যক্রমে গুরুত্বপূর্ণ রেখে রেখেছেন।