চৌহালীসিরাজগঞ্জ

চৌহালীতে সেই বৃদ্ধ দম্পতির পাশে দাড়ালেন বার্ড সেফটি হাউজ

চৌহালী প্রতিনিধি: ৫ ছেলের সংসারে ঠাঁই না পাওয়া সিরাজগঞ্জের চৌহালীর সেই বৃদ্ধ হামিদ মোল্লা ও ফজিলা খাতুন দম্পতির পাশে দাড়ালেন বেসরকারি সংস্থা দ্যা সেফটি হাউজ। শনিবার দুপুরে বাঘুটিয়া ইউনিয়নের বিনানই গ্রামে ওই বৃদ্ধর মেয়ের বাড়িতে গিয়ে সহায়তা তুলে দেয় সেফটি হাউজ এর চেয়ারম্যান মামুন বিশ^াস। ২৫ আগষ্ট বিভিন্ন গণমাধ্যমে ‘৫ ছেলের ঘড়ে হলো না ঠাঁই, কবরস্থানের পাশে বাবা- মা’ শিরোনামে একটি সচিত্র সংবাদ ছড়িয়ে পড়ে। খবরটি নজরে দ্য বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস অসহায় বৃদ্ধ দম্পতিকে সহায়তার আর্তি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন। পরে দেশ ও বিদেশ থেকে সহায়তা পাঠায় মামুন বিশ্বাসের কাছে। এতে তার প্রায় ৮৫ হাজার টাকা সংগ্রহ হয়। পরে ওই বৃদ্ধ দম্পতির জন্য জামা কাপড়, ৪ বস্তা চাল, ডাল, তেল সহ খাদ্যদ্রব্য দেয়া হয়। এছাড়াও চিকিৎসা সহ বাজার খরচ বাবদ নগদ ৬৯ হাজার টাকা দিয়ে যান। এসময় গণমাধ্যম কর্মী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য- ওই বৃদ্ধকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেয়া হয়েছে। এছাড়া একটি সরকারি ঘর করে দেয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

দ্য বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান পরিবেশ কর্মী মামুন বিশ্বাস বলেন, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের জানতে পারি বৃদ্ধ বাবা- মাকে ছেলেরা ফেলে রেখে গেছে। পরে আমি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে সেখান থেকে ফেসবুক বন্ধুদের মাধ্যমে ৮৫ হাজার টাকা সংগ্রহ করি। সেই টাকা দিয়েই ওই বৃদ্ধ দম্পতির জন্য জামা কাপড়, ৪ বস্তা চাল, ডাল, তেল সহ খাদ্যদ্রব্য কিনি এবং বাকি নগদ টাকা তাদের হাতে তুলে দেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button