পবিত্র মাহে রমজান উপলক্ষে ফেসবুক বন্ধুদের অর্থায়নে ও মানব সেবাই স্বপ্ন গ্রুপের সার্বিক সহযোগিতায় অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে মাসব্যাপী প্রতিদিনের ন্যায় ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গত সোমবার, ১৭ এপ্রিল সিরাজগঞ্জে বাজার স্টেশন এলাকায় মানব সেবা স্বপ্ন গ্রুপ এর পক্ষ থেকে অসহায়দের ইফতার করানো হয় ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ড. জান্নাত আরা তালুকদার হেনরী। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার রিফাত রহমান প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী বলেন, সিরাজগঞ্জে অসহায়দের জন্য কাজ করতে অনেক ভালো লাগে । সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিতদের মানব সেবাই স্বপ্ন গ্রুপের সার্বিক সহযোগিতায় প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় সিরাজগঞ্জের ব্যাস্ত শহরের বাজার স্টেশন এলাকায় ইফতার করানো হয়ে থাকে। আমার অনেক দিনের ইচ্ছা ছিলো অসহায়দের পাশে দাঁড়াতে। আমাদের সকলেই লক্ষ্য, উদ্দেশ্য ও প্রাপ্তি শুধু অসহায় মানুষদের পাশে থাকা। মহান আল্লাহ পাকের অশেষ কৃপায় অসহায় ও সাধারণ মানুষের জন্য আমাদের ভালো কাজে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।