নিজস্ব প্রতিবেদক : ” প্রত্যাগত অভিবাসী ফিরে এনে পাশে আছি “এই স্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টার পাবনা এর সার্বিক সহযোগিতায় বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুন:একত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে শহিদ শামসুদ্দিন সম্মেলনে কক্ষে অতিরিক্ত প্রশাসক প্রশাসক শিক্ষা ও আইসিটি রায়হান কবির এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার প্রবাসী কল্যাণ শাখা অমৃতা শারলিন রাজ্জাক সঞ্চালনায় অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর প্রকল্প পরিচালক (যুগ্ন সচিব) সুরেন্দ্র নাথ সাহা।
এসময় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে ওয়েজ আর্নার্স বোর্ড ও প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে সারা বাংলাদেশের প্রতিটি জেলা সেমিনার হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে ২০৪১ সালের আগেই তার দূরদর্শিতা নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মান করতে আমরা সবাই একসাথে কাজ করে যাচ্ছি।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,ওয়েলফেয়ার সেন্টার পাবনা সহকারী পরিচালক মো. আবু সাঈদ, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড.কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক সামাদ তালুকদার সহ বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ। উল্লেখ সেমিনার শেষে বিদেশ ফেরতদের মাঝে চেক বিতারণ করা হয়।