মোহনা নিষাদ সেরা গায়িকা হিসেবে “স্টার প্লাস কমিউনিকেশন মিউজিক অ্যাওয়ার্ড ২০২২” পেয়েছে। সোমবার (২৭ মে) বিকেলে ঢাকা অফিসার্স ক্লাব মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই এওয়ার্ডটি গ্রহন করে মোহনা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম শিক্ষাবিদ অধ্যাপক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য ও স্টার প্লস কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা জাফর ইকবাল সিদ্দিকী।
মোহনা নিষাদ বাংলাদেশের একজন তরুণ ও প্রতিভাবান শিল্পী। আসিফ আকবর, বেলাল খানের সাথে ‘ভালোবাসার নদী, ‘এক মুঠো স্বপ্ন , জনি খন্দকারের সাথে ‘তুমি আমার আমি তোমার’-এর মতো ডুয়েট গান মোহনা নিষাদকে বাংলাদেশের জনপ্রিয় গায়িকা হিসেবে দর্শক-শ্রোতার হৃদয়ে আসন মজবুত করেছে। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।
মোহনা নিষাদ প্রতিনিয়ত নতুন নতুন গান গেয়ে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাচ্ছেন। আগামী মাসে মুক্তি পাবে ‘নাচ রঙ্গিলা’ নামে আরও একটি নতুন গান। তিনি জানান, তার গান ও মিউজিক ভিডিওর কাজ প্রায় শেষ। গানটি লিখেছেন তানভীর আহমেদ এবং সুর করেছেন রোহান রাজ। ভিডিওটি নির্মাণ করেছেন নাজমুল ইভান। মোহনা নিষাদের মতে, স্টেজ পারফরম্যান্সের কথা মাথায় রেখেই এই গানটি তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, এই গানটি খুবই ছন্দময় এবং শ্রোতাদের ভালো লাগবে। মোহনা বলেন, এই ঘরানার আরও গান করতে চান তিনি। আজকাল তিনি তার নিজস্ব ইউটিউব চ্যানেল স্থাপনের পরিকল্পনা করছেন যেখানে তিনি নিয়মিত নতুন গান আপলোড করবেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে তার বেশ কিছু নতুন গান। মোহনা নিষাদ জানান, ইতিমধ্যেই তিনি তার ইউটিউব চ্যানেলের জন্য নতুন গান রচনা শুরু করেছেন। তিনি আরও জানান, সব বাবার জন্য নতুন একটি গান করছেন তিনি। এই গানটি তিনি উৎসর্গ করতে চান পৃথিবীর সব বাবাকে।