সিরাজগঞ্জ

নারীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করলেন এমপি মুন্না

সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় মহিলা বিষয়ক উপপরিচালকের কার্যালয়ের আয়োজনে শহরের এস এস রোডে স্থানীয় সাংসদের বাসভবনে এক অনুষ্ঠানে আত্মকর্মসংস্থার সৃষ্টির লক্ষ্যে দুস্থ নারীদের মাঝে সেলই মেশিন বিতরণ করা হয়।

রোববার (২৩ অক্টোবর) সকাল ৯ টায় আয়োজিত অনুষ্ঠানে ১০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ৬৩, সিরাজগঞ্জ -২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।  এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনাদের ভাগ্য উন্নয়নের লক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সিরাজগঞ্জে শিল্প পার্ক নির্মাণ কাজ, ইকোনমিক জোনের কাজ সম্পন্ন হলে হাজার হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। এজন্য আমাদেরকে এখন হতেই দক্ষ হতে হবে।  বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তিনি এসময় আরও বলেন, সমাজ থেকে মাদক বন্ধে সকলকে একযোগে কাজ করতে হবে। বাল্যবিয়ে বন্ধ করতে হবে। যুব সমাজ ও শিক্ষার্থীরা এবং নিজ সন্তানেরা যেন রাত জেগে মোবাইল ফোনে আসক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতেমা, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন ফারুক, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আহসান হাবিব খোকা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় ক্রেডিট সুপারভাইজার বাবুল আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button