সিরাজগঞ্জে গত রোববার (১৪ জানুয়ারি) প্রসূন থিয়েটারের উদ্যোগে আলোচনা-নাটক প্রদর্শন কর্মসূচির মাধ্যমে নাট্যাচার্য সেলিম আল দীনের ১৭ তম প্রয়ান দিবস পালন করা হয়। মোক্তাপাড়াস্থ প্রসূন থিয়েটারের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি অ্যাড. মাহবুবে খোদা টুটুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাট্য অভিনেতা সুমন রাজ সরকারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন থিয়েটারের সিনিয়র সদস্য মঞ্জুর শাহিন, নাট্যজন জুয়েল আলভী, ফাহমিদা জুঁই, আবেগ পাঠচক্র, সিরাজগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি কবি-কথাসাহিত্যিক এস. এম. এ. হাফিজ, প্রসূন সাহিত্য সংসদের সহ-সভাপতি কবি যাহিদ সুবহান, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও নাট্যকর্মী নূর মোক্তার হোসেন, নাট্যকর্মী ইয়ার খান প্রমুখ।
এ সময় নাট্যাচার্য সেলিম আল দীনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। শেষে তাঁর রচিত পুত্র নাটকের অংশবিশেষ প্রদর্শিত হয় এবং তাঁর লেখা গান পরিবেশন করেন নাট্যকর্মী ও সংগীত শিল্পী ঐশী রায়।