রায়গঞ্জসিরাজগঞ্জ

হারিয়ে যাচ্ছে সোনাল গাছ

রায়গঞ্জ থেকে মো. মোকাদ্দেস হোসাইন সোহান: সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের বিভিন্ন এলাকা থেকে প্রায় হারিয়ে গেছে সোনাল গাছ। এই সোনাল গাছ এক সময় উপজেলার বিভিন্ন এলাকার গ্রাম-গঞ্জের বাড়ির আঙ্গিনায় ও বিভিন্ন সড়কের দু’পাশে দেখা যেত। এই গাছে সাজিনার মত দেখতে এক ধরনের সবজি পাওয়া যেত।

জানা যায়, এই সবজি খাওয়া না গেলেও এর ভিতরের অংশ দিয়ে বানানো হয় বিভিন্ন ধরনের কবিরাজি ঔষধ। সৌখিন মৎস্য শিকারিরা এই সবজির পচা অংশ ভেঙ্গে পোকা বের করে নদীতে বড়শি ফেলে মাছ ধরত। তাছাড়া এই গাছ বেশ মজবুত হওয়ায় পিঠা বানানোর বেলানী, লাটিমসহ বিভিন্ন ধরনের খেলনা তৈরি হত।

কিন্তু দিন দিন বাড়ছে মানুষ, কমছে জমিজমা, উজাড় হচ্ছে বন-জঙ্গল। এরমাঝে সোনাল গাছের জায়গা দখল করে নিয়েছে ইউক্যালেপ্টার গাছ। ফলে প্রায় হারিয়ে যেতে বসেছে এক সময়কার অতি পরিচিত সোনাল গাছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button