এনডিপি প্রতিনিধি : গত মঙ্গলবার ২১ মার্চ, স্কয়ার ফার্মা লিমিটেড এর উদ্যোগে মাসিক ব্যাধি এবং আপডেট শীর্ষক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। এনডিপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনডিপির নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান।
এনডিপি’র পরিচালক (সিএসপি) মোসলেম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন স্কয়ার ফার্মা লিমিটেড এর রিজিওয়নাল সেলস ম্যানেজার মোমেন মিয়া, এনডিপি’র উপপরিচালক (কর্মসূচি) আবু নাইম মো. জুবায়ের খান, স্কয়ার ফার্মা লিমিটেড এর টেরিটোরি ম্যানেজার সিরাজগঞ্জ মো. আখতারুল ইসলাম ও মেডিকেল সার্ভিস ডিপার্টমেন্টের ডা. মাহবুবুর রহমান।
এসময় নাছিমা আলাউদ্দিন ডায়াগনষ্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. দীপক কুমার সাহা, এনডিপির ১৪ জন স্বাস্থ্য সহকারীসহ স্কয়ার ফার্মা লিমিটেড এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এনডিপি সংস্থার নিজস্ব অর্থায়নে ২০০৬ সাল থেকে কর্মএলাকার ১৪ টি শাখার মাঠ পর্যায়ে হতদরিদ্র মানুষের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। সংস্থার নিজস্ব স্বাস্থ্য সহকারীগণ প্রতিদিন স্বাস্থ্য সচেতনতামূলক সমাবেশ, পারসোনাল হাইজিন সম্পর্কে পরামর্শ, গর্ভবতী মা কিশোরি সমাবেশ, রোগীদের ফ্রি ব্যবস্থাপত্র প্রদান, এমবিবিএস ডাক্তার এর পরামর্শে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা, রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।