কমিশনার সাজেদুল ইসলাম, সম্পাদক রফিকুল ইসলাম
বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউটসের ১৮ তম (ত্রৈ-বার্ষিক) কাউন্সিলসভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে পৌর শহরের শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সভার শুরুতে স্বাগত বক্তব্য ও বার্ষিক প্রতিবেদন পাঠ করেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউট সম্পাদক মো. রফিকুল ইসলাম, (এলটি) বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ সদর উপজেলা কমিশনার মো. সাজেদুল ইসলাম।
উক্ত কাউন্সিলসভার শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সভাপতি বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা মো. মনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ ও পাবনা সহকারী পরিচালক আবু সাঈদ, সম্পাদক বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা সরকার ছানোয়ার হোসেন (এলটি) সহকারী কমিশনার বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা মো. খালেকুজ্জামান খান (এলটি), সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. ফরিদ উদ্দীন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হালিম, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, মল্লিকা সানাউল্লাহ আনসারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলাম, হিলফুল ফুযুল মডার্ন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. রইছি, এবং অন্যন্য প্রাথমিক বিদ্যালয় ও হাই স্কুলের প্রধান শিক্ষকগণ
বার্ষিক সাধারণ সভা দ্বিতীয় পর্বে সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউট এর বিগত সময়ে নির্বাহী কমিটি কর্তৃক যে সকল কার্যক্রম বাস্তবায়ন হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ সকলের সামনে তুলে ধরেন সদর উপজেলা স্কাউটস সম্পাদক মো. রফিকুল ইসলাম।
এরপর সর্ব সম্মতিক্রমে একি পোষ্টে কোন প্রতিদ্বন্দ্বিনী না থাকায় কমিশনার পদে ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম ও সম্পাদক পদে হিলফুল ফুযুল মডার্ণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম কে পুনরায় মনোনিত করা হয়। ১৪ সদস্য বিশিষ্ট কমিটি সদস্য সহ -সভাপতি কোষাধ্যক্ষ. গ্রুপ সভাপতি সদস্য. সাধারণ সদস্য সহ নিরীক্ষা কমিটিগঠন করা হয় ও সিরাজগঞ্জ সদর স্কাউট কার্যকরী কমিটি গঠন করা হয়। কাউন্সিলসভা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩৬০টি প্রাথমিক বিদ্যালয় ও হাই স্কুলের প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের স্কাউট লিডারগণ অংশগ্রহণ করে।
১৮তম বার্ষিক (ত্রৈ-বার্ষিক) কাউন্সিলসভা পরিশেষে সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ সদর উপজেলা মো. মনোয়ার হোসেন আগামী ৩ বৎসরের জন্য নির্বাচিত কমিটির সকল সদস্যদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং সেই সংগে সমাপ্ত ঘোষণা করেন।
বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক মো. হোসেন আলী (ছোট্ট)।