সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সেবা মুক্ত স্কাউটসের- ৩৭ বছর

আত্ম মর্যদাশীল জাতি গঠনের লক্ষ্যে সেবা মুক্ত স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা হয় ১৯৮৬ সালে- অর্থাৎ আজ থেকে প্রায় ৩৭ বছর আগে। সুদক্ষ স্কাউট- স্কাউটারদের সার্বিক তত্বাবধানে, কাব স্কাউট শাখা- বয় স্কাউট শাখা এবং রোভার স্কাউট শাখার পাশাপাশি গার্লস ইন রোভার স্কাউট শাখা সংযুক্তির মাধ্যমে- সেবা মুক্ত মুক্ত গ্রুপকে আরোও একধাপ এগিয়ে মহা মুক্ত দলে উন্নিত করার প্রচেষ্ঠা অব্যহত রাখা হয়েছে।

প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা- সিরাজগঞ্জ জেলা স্কাউটসের স্বপ্নদ্রষ্টা ও ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের প্রথিতযশা শিক্ষক- স্কাউটার আব্দুল আজিজ মিয়া, বাংলাদেশ স্কাউটসের কর্ণধার ও বিশ্ববরেণ্য স্কাউটার- আরশাদুল মোকাদ্দেস এবং সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষক- স্কাউটার এসএস গাজীউর রহমানের দিকনির্দেশনায় এবং পিআরএস এমএম কামরুল হাসানের সার্বিক পরিকল্পনায় এবং বিশিষ্ট সমাজসেবক- ডা: মোসাদ্দেক মাসুম, মো: আবুল হাসিম অনু এবং স্কাউটার- মো: রফিকুল ইসলাম শামীমসহ সংশ্লিষ্টদের সুদক্ষ নেতৃত্বে- সিরাজগঞ্জ সেবা মুক্ত স্কাউট গ্রুপটি- আজকের এই অবস্থানে উন্নিত হয়েছে।

“সুখ লাভের পন্থা হলো

অপরকে সুখী রাখা”-

বিপির এই আদর্শগুলো সামনে রেখে- রোভার স্কাউট লীডার- বয় স্কাউট লীডার এবং প্রশিক্ষিত সিনিয়র রোভার মেট, রোভার মেটসহ দলের সবাই স্কাউট সেবায় অবদান রেখে চলছেন।

সেবা মুক্ত স্কাউট গ্রুপ- ১৯৯৩ সালে তৃতীয় সিরাজগঞ্জ জেলা রোভার মুঢ়’৯৬, চতুর্থ সিরাজগঞ্জ জেলা মুঢ়’৯৯ এ অংশগ্রহণ এবং ২০০০ সালে অনুষ্ঠেয় ইউনিট লীডার বেসিক কোর্স আয়োজনে উল্লেখযোগ্য ভুমিকা পালনের পাশাপাশি- তৃতীয় জাতীয় কমডেকা ও অষ্টম জাতীয় রোভার মুট’০১ এ অংশগ্রহণ এবং দ্বিতীয় জাতীয় কমিউনিটি বেইজ ক্যাম্প প্রতিযোগিতায় ‘বেষ্ট অব দ্যা বেষ্ট এওয়ার্ড বা সেরাদের সেরা’ পুরস্কার অর্জন করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রুপের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

সেবা মুক্ত স্কাউট- কোভিড নিয়ন্ত্রণ, ডেঙ্গু প্রতিরোধ, অগ্নী নির্বাপণসহ প্রাকৃতিক দুর্যোগে সেবা প্রদানের পাশাপাশি- বৃক্ষরোপণ এবং সামাজিক উন্নয়নে নিরলসভাবে ভাবে কাজ করে যাচ্ছে। যে কারণে- সেবা মুক্ত স্কাউট গ্রুপের সুনাম দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলেও সমাদৃত হচ্ছে।

সেবা মুক্ত স্কাউট গ্রুপ- যমুনা নদীর বৃক্ষহীন বালু চরে বৃক্ষরোপণ ও পরিচর্যা করে মরু অঞ্চল খ্যাত চায়না বাঁধে- সবুজ ছায়া ঘেরা স্বাস্থ্যকর স্কাউট গার্ডেন প্রতিষ্ঠা করে ভ্রমণ পিয়াসু পর্যটকদের প্রশংসা কুড়িয়েছে।

“দুনিয়াকে যেমন পেয়েছো

তারচেয়ে

ভালো রেখে যেতে চেষ্টা করো”-

ব্যাডেন পাওয়েলের আদর্শ এবং মানব দরদী মার্কিন প্রবাসীদের অর্থানুকুল্য- অজপাড়াগাঁয়ে বিনা মুল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করে- পাঁচ শতাধিক দৃষ্টীহীনের চোখের ছানি অপসারণ এবং তিন সহস্রাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা ও চিকিৎসা প্রদানের মাধ্যমে- অক্ষম দৃষ্টহীনদের কর্মক্ষম করে তোলার পাশাপাশি- অসচ্ছল পরিবারগুলোকে ঈদ বাজার প্রদান- হতদরিদ্রের একবেলা করে খাবার ব্যবস্থা করা- অসহায় শীতার্তদের হাতে হাতে কম্বল পৌঁছে দেয়া, হতদরিদ্র-মসজিদ-মাদ্রাসায় চাপকল বসিয়ে বিশুদ্ধ পানির ব্যাবস্থা করে দেওয়ার পাশাপাশি “অসচ্ছল কর্মক্ষম নারীদের হাতে হাতে সেলাই মেশিন তুলে দেয়ার মাধ্যমে- ‘স্কাউটিংয়ের মূলমন্ত্র, আত্মমর্যাদাশীল জাতী গঠনের লক্ষ্যে পুরণে- সিরাজগঞ্জ সেবা মুক্ত স্কাউট গ্রুপ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।”

সেবা মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি* বিশিষ্ট সমাজ সেবক ব্যাংকার এবং সর্বোচ্চ এওয়ার্ড অর্জনকারী স্কাউটার পিআরএস, এমএম কামরুল হাসান, সহসভাপতি* বিশিষ্ট সাংবাদিক গোলাম মোস্তফা রুবেল, সম্পাদক* মো: রফিকুল ইসলাম শামীম, আরএসএল* আসলাম হোসেন, মো: হাফিজুর রহমান, মনিরা সুলতানা, মোহাম্মদ হানিফ এবং সিনিয়র রোভার মেট* মাসুম বিল্লা মাহী, মো: আশিকুর রহমান আশিক, মো: পারভেজ সরকারসহ রোভার/স্কাউট- সৌরভ রাজু, মো: সিয়াম আহমেদ, সিয়ামুর রহমান, বৃষ্টি, সুমাইয়া প্রমুখদের সুযোগ্য নেতৃত্ব এবং দেশী-বিদেশী স্কাউট-স্কাউটার এবং প্রবাসীদের বিশ্বাস ও ভালোবাসায় সিক্ত- সিরাজগঞ্জ সেবা মুক্ত স্কাউট গ্রুপ আজকের অবস্থানে উন্নিত হয়েছে।

গ্রুপের প্রধান উপদেষ্টা বিজ্ঞ জেলা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজীর, বিশিষ্ট শিক্ষাবিদ ড, মো: আনোয়ারুল ইসলাম এবং গ্রুপ সভাপতি এমএম কামরুল হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের স্কাউট দল, সম্প্রতি- দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় স্কাউট সমাবেশে যোগদান করে- আমাদের প্রত্যাশার মশাল জ্বালিয়ে এসেছেন।

সেবা মুক্ত স্কাউট গ্রুপের সকল সদস্যই, নিজনিজ ধর্মের রীতিনীতি পালনের পাশাপাশি- প্রজ্বলিত মশালের আলোয় আলোকিত সুনাগরিক হয়ে, দেশের ভাবমূর্তি উজ্জল করতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নকে এগিয়ে নিতে সেবা মুক্ত স্কাউট গ্রুপ দৃঢ় প্রতিজ্ঞা।

লেখক: রফিকুল ইসলাম শামীম, সম্পাদক, সেবা মুক্ত স্কাউট গ্রুপ সিরাজগঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button