সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট গ্রুপের ইফতার মাহফিল সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়। গত সোমবার, ৩ এপ্রিল, বিকেলে সেবা মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা স্কাউট ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি ও এক্সিম ব্যাংক সিরাজগঞ্জ শাখার ম্যানেজার পিআরএস এম. এম. কামরুল হাসান।
অনুষ্ঠানে গত মার্চ মাসে সিরাজগঞ্জ সদর উপজেলা ৫ম জেলা স্কাউট সমাবেশ ও ১০ম জেলা স্কাউট সমাবেশ ২০২৩ এবং ৩২তম, এশিয়া প্যাসিফিক ও ১১তম স্কাউট জাম্বুরীতে সফলতার সাথে অংশগ্রহণকারী স্কাউটদের হাতে সার্টিফিকেট তুলে দেন জেলা স্কাউটস এর সম্পাদক সরকার ছানোয়ার হোসেন (এলটি)।
এসময়ে আরও উপস্থিত ছিলেন জেলা স্কাউটস সিরাজগঞ্জ এর কোষাধ্যক্ষ মো. আব্দুল মজিদ মিয়া, সহকারী কমিশনার জেলা স্কাউটস মো. লোকমান হোসেন, ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সে সিরাজগঞ্জের স্টেশন অফিসার মো. আতাউর রহমান, পাবনা-সিরাজগঞ্জ স্কাউটসের সহকারী পরিচালক মোহাম্মদ আবু সাঈদ, সিরাজগঞ্জ সদর এর কমিশনার মো. সাজেদুল ইসলাম, সহকারী কমিশনার মো. খালেকুজ্জামান খান, সেবা মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মো. রফিকুল ইসলাম শামীম, সেবা মুক্ত রোভার গ্রুপের আরএসএল অধ্যাপক মো. আসলাম হোসেন, স্কাউটার মো. আইউব, সেবা মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মো. আশিকুর রহমান আশিক, রোভার মেট মো. নাজমুল হোসাইন, অন্বেষণ মুক্ত স্কাউট দলের সম্পাদক মো. হোসেন আলী ছোট্ট প্রমুখ।