সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট গ্রুপ প্রতি বৎসরের ন্যায় এবারও মাহে রমজানুল মোবারক উপলক্ষে অস্বচ্ছল মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে। গত সোমবার, ১৭ এপ্রিল, সকাল ৮.৩০ মিনিটে সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়ক রোডস্থ জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে সেবা মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে ও আমেরিকা প্রবাসী দুই বাংলাদেশী কৃতি সন্তানের আর্থিক সহযোগিতায় ১২০ শত অসহায় দুস্থ পরিবারের মানুষের হাতে ঈদ সামগ্রী হাত তুলেদেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন সেবা মুক্ত স্কাউট গ্রপের সভাপতি পি আর এস, এম এম কামরুল হাসান। বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলার সহকারী পরিচালক মোহাম্মদ আবু সাঈদ, সেবা মুক্ত স্কাউট গ্রুপ সম্পাদক মো. রফিকুল ইসলাম শামীম, সেবা মুক্ত রোভার গ্রুপের আর. এস. এল অধ্যাপক মো. আসলাম হোসেন, সেবা মুক্ত স্কাউট গ্রপের সহসভাপতি সাংবাদিক গোলাম মোস্তফা রুবেল, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের ষ্টেশন অফিসার মো. আতাউর রহমান, সেবা মুক্ত স্কাউট গ্রুপের সহকারী ইউনিট লিডার মো. হাফিজুর রহমান, সেবা মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মো. আশিকুর রহমান, ( আশিক) রোভার মেট মো. নাজমুল হোসাইন, মো. সিফাত হোসেন, মো. রাশেদুল ইসলাম প্রমুখ ও অন্বেষণ মুক্ত স্কাউট দলের সম্পাদক মো, হোসেন আলী ( ছোট্ট)
উল্লেখ্য, সেবা মুক্ত স্কাউট গ্রপটি বিভিন্ন সময় অসহায়দের মাঝে খাবার সামগ্রী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ মেধাবী ছাএ – ছাএীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ এবং গরীব অসহায়দের মাঝে বিনামূল্য চক্ষু ক্যাম্প, ছানী অপারেশন ও বিনামূল্য চশমা বিতরণ করে থাকে। এবং শহর রাস্তা সৌন্দর্য করনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে এই সংগঠনটি।