সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউটস এর পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ সদর উপজেলা সদ্য নবাগত নির্বাহী অফিসারকে ফুল দিয়ে বরণ করে বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ সদর উপজেলা। গত সোমবার, ১০ জুলাই দুপুরে বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউটসের আয়োজনে বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ সদর উপজেলার সভাপতি ও নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মনোয়ার হোসেন কে বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউটসের এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও বাংলাদেশ স্কাউটস. সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কমিটির সহ-সভাপতি এস. এম রকিবুল হাসান, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ ও পাবনা সহকারী পরিচালক মো. আবু সাঈদ, কমিশনার বাংলাদেশ স্কাউটস. সিরাজগঞ্জ সদর উপজেলা মো. সাজেদুল ইসলাম, সম্পাদক মো. রফিকুল ইসলাম (এ এলটি) কোষাধ্যক্ষ বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ সদর উপজেলা রনজিৎ কুমার সাহা, এছাড়াও উপস্থিত ছিলেন এসবি রেলওয়ে কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুস সালাম, হাজী আহমেদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ পাল, রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নজরুল ইসলাম, হাজী আহমেদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ পাল হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীম আরা, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউট লিডার নন্দীতা দাস, সিরাজগঞ্জ সদর উপজেলার অন্যতম মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা সম্পাদক ও ইউনিট লিডার মো. হোসেন আলী (ছোট্ট) প্রমুখ। এ ছাড়াও সদর উপজেলা স্কাউটসের কার্য নির্বাহী কমিটি ও স্কাউট দলের সকল সদস্যারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ২০ জুন তিনি তার কর্মস্থলে যোগদান করেন, ৩৫ তম, বিসিএস নবাগত মো. মনোয়ার হোসেন ইউএনও হিসেবে দায়িত্ব পালনে এবং সদর উপজেলা স্কাউটিং কার্যক্রম আনন্দোলকে আরো বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button