সদরসিরাজগঞ্জ

রোভাররা দেশের জন্য আদর্শ হয়ে কাজ করবে: জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির

Eye Hospital Rajshahi

সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে ক্যাম্প ও নবাগত রোভারদের দীক্ষা গ্রহণ অনুষ্ঠানে একথা বলেন  অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির। তিনি এসময় রোভারদের সুশৃংখল মানুষ হয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের স্কাউটস হিসেবে গড়ে তুলতে পারলে অনিয়ম, দুর্নীতি, জঙ্গিবাদ ও মাদকসহ বিভিন্ন অপরাধ সমাজ থেকে নির্মূল করা সম্ভব হবে। প্রধান অতিথি আরও বলেন, রোভার ডেন এর এই কর্মসূচীগুলো মানুষের জ্ঞানের বিকাশ ঘটায় ও খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। এতে করে একজন রোভার নিজেকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারেন। তিনি বলেন, যে দীক্ষা রোভারকে দেয়া হয়েছে, প্রতিজ্ঞা করা হয়েছে তা কাজেও লাগাতে হবে। তিনি এসময় রোভারের আদর্শকে কাজে লাগিয়ে ভালো কিছু অর্জন করার আহ্বান জানান।

একজোড়া প্রশিক্ষণপ্রাপ্ত চোখ, এক ডজন প্রশিক্ষণহীন চোখ, প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে ক্যাম্প ও নবাগত রোভারদের দীক্ষা গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  গতকাল বুধবার, ১৫ নভেম্বর, সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত দীক্ষা গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি প্রকৌশলী মো. ফজলুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দীক্ষাগ্রহণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা দায়রা জজ ও বিশিষ্ট স্কাউট ব্যক্তিত্ব উডব্যাজার ফজলে খোদা মো. নাজির ।

অনুষ্ঠানের সভাপতি প্রকৌশলী মো. ফজলুল হক তিনি বলেন, শিক্ষার্থীদের আদর্শ, সৎ, চরিত্রবান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটসের বিকল্প নেই। আজকে যে শপথ হচ্ছে, এই শপথের মধ্য দিয়ে রোভাররা আত্মমর্যাদা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে। রোভাররা শুধু সিরাজগঞ্জ নয় রোভারা রোভার অঞ্চল বরং পুরোদেশকে একত্রিত করবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভার কমিশনার প্রফেসর মো. আমিনুল ইসলাম (এলটি), সেবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি এম. এম. কামরুল হাসান (পিআরএস),পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক-কনকেন্দু ভৌমিক, সাবেক গ্রুপ সম্পাদক ও জেলা রোভার স্কাউট লিডার মো. মহসিন আলী, জেলা সিনিয়র রোভার মেট মো. মাছুম বিল্লাহ মাহী, সিনিয়র রোভার মেট মো. রাকিবুল হাসান, রোভার মেট মো. ইমন সরকার, মো. আব্দুল্লাহ, মো. আল মামুন গার্লইন রোবার সিনিয়র রোভার মেট হাসি কাতুনসহ ইউনিটের সকল সদস্যবৃন্দ রোভার স্কাউট গ্রুপের সকল সদস্য পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষকও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button