সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে মহা তাঁবু জলসার মধ্যদিয়ে শেষ হলো  ৫ম স্কাউট সমাবেশ

ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্কাউটিং-এই শ্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্যেদিয়ে গত রোববার, শেষ হলো বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ দিন ব্যাপী ৫ম স্কাউট সমাবেশ। গত ৯ মার্চ থেকে ১২ মার্চ ৫ দিনব্যাপী সিরাজগঞ্জ সদর উপজেলার স্কাউট সমাবেশ গত শনিবার ( ১১ মার্চ ) সন্ধায় ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। রোববার থেকে শুরু হয় ৫ম উপজেলা স্কাউট সমাবেশ এর মহা তাঁবু জলসা।

 অনুষ্ঠানে সভাপতি সিরাজগঞ্জ সদর উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার ও সভাপতি বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা এস এম রকিবুল হাসান এর সভাপতিত্বে মহা তাঁবু জলসা অগ্নি প্রজ্জলন এবং শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জের  জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কমিশনার বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা মো. সাজেদুল ইসলাম, তাঁবু জলসার দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা সম্পাদক সরকার ছানোয়ার হোসেন ( এলটি), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সিরাজগঞ্জ গনপতি রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, সম্পাদক বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক (সিরাজগঞ্জ ও পাবনা) মোহাম্মদ আবু সাঈদ।

 এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনারগণ এবং সেবা মুক্ত স্কাউট গ্রুপ, সিরাজগঞ্জ এর সভাপতি (পিআরএস.) এম. এম. কামরুল হাসান উপস্থিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button