সিরাজগঞ্জ

অটো রিকশার ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

সিরাজগঞ্জে অটোরিক্সার ধাক্কায় মো. সিফাত রহমান (৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়। গত মঙ্গলবার সকালে শহরের বাহিরগোলা পাঠশালা স্কুলের সামনে এইদূর্ঘটনার শিকার হয় সিফাত।

নিহত সিফাত সদর উপজেলা খোকশাবাড়ী গ্রামের আব্দুল আল মামুনের ছেলে ও পাঠশালা স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, সকালে বাড়ী থেকে বাবা আব্দুল আল মামুনের মটরসাইকেল যোগে পৌর এলাকার বাহির গোলা পাঠশালা স্কুলের সামনে আসলে রাস্তা পার হওয়ার সময় কাঠেরপুল থেকে একটি অটোরিকশা শহরের চৌরাস্তা দিকে যাওয়া সময় সিফাত রহমানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিফাত রহমান মারা যায়। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, অটোরিক্সার ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় অটোরিকশাটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। নিহতের মরদেহ পরিবারে নিকট হস্তান্তর করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button